DMCA.com Protection Status
title=""

বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার্থে বিদেশ নেওয়ার দাবি নিউইয়র্ক সিটি বিএনপির

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায়  উন্নত চিকিৎসা করাতে স্থায়ীভাবে মুক্তি দিয়ে অবিলম্বে বিদেশে নেওয়ার জোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি বিএনপি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল থেকে এ দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি , বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য এবং দৈনিক প্রথম বাংলাদেশ ডট নেট পত্রিকার সন্মানীত উপদেষ্টা প্রফেসর দেলোয়ার হোসেন।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাী প্রবাসী ঐক্য ফোরামের সন্মানিত উপদেষ্টা জনাব আকতার হোসেন বাদল। সিটি বিএনপির সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা শাওন বাবলা।

অনুষ্ঠানের শেষাংশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়

Share this post

error: Content is protected !!