DMCA.com Protection Status
title="৭

আইজিপি বেনজির আহমেদ সহ ৬ র‍্যাব কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে বিগত দিনে ব্যাপক এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান ছয় উর্ধতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। 

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান( মহাপরিদর্শক-আইজিপি) বেনজীর আহমেদও রয়েছেন।

উল্লেখ্য বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের আইনশৃংখলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে বিরোধী দল-মত দমনে বিচার বহির্ভূত হত্যাকান্ড,গুম খুন ইত্যাদি অভিযোগ উত্থাপিত হয় এসেছে বিভিন্ন মহল থেকে।

র‍্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তিনি। তার ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। 

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান।

Share this post

scroll to top
error: Content is protected !!