DMCA.com Protection Status
title="৭

মুক্তি দিলে অসুস্থ খালেদা জিয়া হাসিনা সরকারের কি ক্ষতি করতে পারবেনঃ জমিরউদ্দীন সরকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ক্যারিশমেটিক’ নেতৃত্ব হাসিনা সরকারের সবচেয়ে বড় ভয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 

শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জমির উদ্দিন সরকার আরও বলেন, সবাই চায় বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। বিদেশে চিকিৎসার জন্য পাঠালে সরকারের অসুবিধা কোথায়? একজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিলে কী এমন হয়? সরকার তো উনাকে ছেড়ে দিতেই পারে। তিনি কী এই সরকারের কোনো ক্ষতি করতে পারবেন? আশা করি, চিকিৎসার জন্য সরকার এই সুযোগ দেবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবেদন করে ‘মুক্তির পঙ্ক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠের আয়োজন করে মানবসেবা সংঘ। 

সংগঠনটির নেতা সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, বিএনপি নেত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ। 

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শেখ মনির উদ্দিন জুয়েল, নাট্যকলার সাবেক অধ্যাপক ড. সাইফুল হক, সাংবাদিক মুজতাহিদ ফারুকি, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, আহমেদ সাইমুম, খালেদা ফেরদৌস, গোবিন্দ চাঁদ কুন্ডু, মারুফ হোসেন, কাজী ফখরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!