DMCA.com Protection Status
title="শোকাহত

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের নতুন শিপিং রুট???

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে বাংলাদেশের মধ্যে দিয়ে নতুন শিপিং রুট তৈরি করতে কাজ শুরু করেছে ভারত। গেলো শনিবার (৮ জানুয়ারি) এ কথা জানান ভারতের বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

শনিবার (৮ জানুয়ারি) চলমান নর্থইস্ট ফেস্টিভালে “ব্রহ্মপুত্র রিভার কনক্লেভ”-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বানন্দ সোনোয়াল বলেন, “এই রুটের মাধ্যমে আসাম ও উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্যবাহী কার্গো ও যাত্রীবাহী জাহাজ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ার সঙ্গে যুক্ত হবে। ইতোমধ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য বরাক ও ব্রহ্মপুত্র নদের জলপথ প্রশস্ত ও ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। আসাম এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলো বাংলাদেশ হয়ে হলদিয়ায় সংযুক্ত হবে।”

তিনি জানান, শুধু ব্রহ্মপুত্রই নয় মানস, ধানসিঁড়ি, আইসহ অন্যান্য নদীগুলোর নৌপথের উন্নয়ন করতে হবে। এতে উত্তর-পূর্বাঞ্চলের বাজারগুলো আরও জমজমাট হয়ে উঠবে।

তিনি বলেন,“আটটি রাজ্যকে অবশ্যই একত্রিত হতে হবে। এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে।”

অবশ্য এই গুরুত্বপূর্ন বিষয়টিতে বাংলাদেশের মিডনাইট হাসিনা সরকারের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!