DMCA.com Protection Status
title="৭

জাতীয় পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দিচ্ছে না সউদী আরব

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইসলামের পুন্যভূমি সউদী আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কোনো পরিবর্তন আসছে না। এর আগে জানানো হয়েছিল নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালেমা তাইয়েবা। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সউদী আরবের নাম।
পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে শূরা কাউন্সিলের প্রধানের বরাতে গাল্ফ নিউজ জানায়,আপাততঃ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতে কোনো পরিবর্তন আসছে না। মূলত পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে কোন নিয়ম না থাকায় এই নতুন আইন করা হয়েছে।


নতুন আইনে জাতীয় সঙ্গীত ও পতাকাকে অপমান করা হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার রিয়াল জরিমানা ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।


দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য আইন করা হয়েছে।


গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতারও করেছে সউদী পুলিশ। তাদের বিরুদ্ধে সউদী পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে। তারপরই নতুন আইন করার কথা উঠে।

সূত্র : গালফ নিউজ

Share this post

scroll to top
error: Content is protected !!