DMCA.com Protection Status
title="৭

নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনঃআমির খসরু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের এবারের স্লােগান হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএম’র বদলে ব্যালট পেপার।

রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে গতকাল এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কমিশন কোনো ফ্যাক্টর না। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ হবে না। নির্বাচন কমিশন
 হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

তিনি বলেন, বাংলাদেশে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, তারা হচ্ছে প্রধান চোর। সময় এসে গেছে, এই চোরদের ধরতে হবে।নির্বাচন কমিশন  নিয়ে মাথা না ঘামিয়ে, সবচেয়ে বেশি দেশের জন্য যেটা প্রয়োজন আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের ওপর বাংলাদেশের সব জনগণকে জোর দেওয়া উচিত।

আমির খসরু মাহমুদ বলেন, এরই মধ্যে বাইরের দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞা আসার অর্থ হচ্ছে চোর ও চোরের সহযোগীদের বিদেশিরা চিহ্নিত করেছে।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের বিরোধিতা করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনি চোর সরিয়ে ইভিএম রাখলেন, তাহলে হবে না। এক সঙ্গে দুইটা করতে হবে। চোর ধরতে হবে, চোরের সরঞ্জাম ইভিএম বাজেয়াপ্ত করতে হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!