DMCA.com Protection Status
title="৭

পুলিশী বাধায় বিএনপির চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মসূচি পন্ড

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির পূর্বঘোষিত স্বাধীনতা দিবসের কর্মসূচি অনুযায়ী ঐতিহাসিক চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদেরকে বাধা দিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ-ছাত্র লীগের সম্বিলিত বাহিনী। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি থেকে নেমে এসে তীব্র প্রতিবাদ জানান। সেখানেই ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বিএনপি বিরোধী স্লোগান দিতে থাকেন।

রোববার, মার্চ ২৭, ২০২২, বেলা একটায় নগরের দুই নাম্বার গেটের বিপ্লব উদ্যানের বিপ্লবস্তম্ভে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলে দুই নাম্বর গেট মোড়ে পুলিশ তাদেরকে বাধা দেয়। পরে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহর বিএনপির সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়।এই সময় সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃখন্দকার মোশাররফ হোসেন ,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদত হোসেন সহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিশিষ্ট বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিপ্লব উদ্যানে ফুল দেওয়া শেষে আমরা পুর্ব নির্ধারিত কর্মসূচি শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার স্মৃতিবিজরিত ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে যেতে পারিনি।পরে আমরা পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থলে চলে এসেছি।আমরা এই ফ্যাসিস্ত সরকারের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।

Share this post

scroll to top
error: Content is protected !!