ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক আগামী নির্বাচন চায় জামার্নি।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোয়েস্টার এ কথা বলেন। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, জার্মানি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। সহিংসতায় না জড়িয়ে প্রতিটি রাজনৈতিক দল এতে অংশ নেবে।
গত বছরের ১৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আখিম এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গ টেনে আখিম বলেন, আমি সরাসরি বলছি, আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন। তৃতীয় ব্যক্তির কথায় কেন আমার উদ্ধৃতি দেয়া হবে?
তিনি জানান, বিএনপি কেন নির্বাচনে অংশ নিচ্ছে না সে বিষয়ে আলোচনা হয়েছিল। আখিম বলেন, সেদিন খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছিল।