আবেগাপ্লুত আয়েশা বেগম বলেন, ‘চার বছর ধরে আমাদের কোনো ঈদ নেই। একরামুল থাকতে দুই মেয়েকে নিয়ে বাজারে গিয়ে নতুন জামাকাপড় কিনে দিতেন।মেয়েদের আবদার পূরণ করতেন। দুই মেয়েকে ঈদের দিন মোটরসাইকেলে নিয়ে ঘুরে বেড়াতেন। এখন ঈদ এলে আমাদের কষ্ট বাড়ে। করোনার দুই বছর কেটে গেল, এখন রোজা যাচ্ছে, আসছে খুশির ঈদ। কিন্তু আমরা কেমন আছি, কীভাবে কাটছে আমাদের সংসার, কেউ খোঁজ নেয়নি।’
সূত্রঃপ্রথম আলো।