হত্যার মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি তাই এই দলের লোকের মাথায় শুধু গুম ও খুনঃ হানিফ
হত্যার মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি তাই এই দলের লোকের মাথায় শুধু গুম ও খুনঃ হানিফ
সংবাদটি পড়েছেন:279,708
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হত্যা আর রক্তের মধ্যে দিয়েই বিএনপির সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে। এদের নেতা-কর্মীদের মাথায় শুধু গুম ও খুন। ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি।
আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় হানিফ বলেন, গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তারা (বিএনপি) হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।
ঈদযাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, সড়ক ফোর লেন করা সহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মত এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। মানুষ অনেকটা নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।