DMCA.com Protection Status
title="৭

শ্রীলংকায় দেখামাত্র গুলীর নির্দেশ,কারফিউ,এমপি-মন্ত্রীদের পলায়ন ঠেকাতে বিমানবন্দর অবরুদ্ধ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  শ্রীলঙ্কার ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে কারফিউয়ের সময় দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যারা সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে গুলি করতে হবে। সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলা, পাল্টা হামলায় এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মন্ত্রী, এমপিদের বাড়িতে দেয়া হয়েছে আগুন। এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। এর প্রেক্ষিতে জারি করা হয়েছে কারফিউ।  এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। ওদিকে চলমান কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত। এর আগে প্রেসিডেন্ট মিডিয়া ডিভিশন ঘোষণা দিয়েছিল যে, বুধবার সকাল ৭টায় তুলে নেয়া হবে কারফিউ।

কোনো এমপি বা মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য শ্রীলঙ্কার বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (বিআইএ) প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বিমানবন্দরের সূত্র উল্লেখ করে এ খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, কাতুনায়েকে ফ্রি ট্রেড জোনের এসব বিক্ষোভকারী বিমানবন্দরে প্রবেশের সড়কে নানা রকম গাড়ি এলোপাতাড়ি পার্কিং করে অবরোধ সৃষ্টি করেছে। এই বাধাকে উপেক্ষা করে কারো পক্ষে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করা সম্ভব নয়।

Share this post

scroll to top
error: Content is protected !!