ক্ষমতায় আসলে বিএনপি একদিনেই এক লাখ মানুষ হত্যা করবে : মির্জা আজম
ক্ষমতায় আসলে বিএনপি একদিনেই এক লাখ মানুষ হত্যা করবে : মির্জা আজম
সংবাদটি পড়েছেন:312,654
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বিএনপি একদিনেই এক লাখ মানুষকে হত্যা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তাই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করতেই হবে, বলেন তিনি।
আজ রোববার (১৫ মে) নবাবগঞ্জের দোহার উপজেলা আওয়ামী লীগের ৫ম ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
পদ বাণিজ্য না করে দ্রুত কমিটি দিতে দোহার উপজেলার নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। এ সময় তিনি ত্যাগীদের মূল্যায়ন করারও আহ্বান জানান।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিএনপি সরকারবিরোধী মিথ্যাচার ও অপপ্রচার করছে।
বিএনপির অপপ্রচারকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, দেশের উন্নয়নে সরকার কী কী করেছে তা বেশি বেশি প্রচার করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে।