এ পর্যন্ত কতজন রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশে এসেছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু এসেছে। এ পর্যন্ত আমরা ১৮ জনকে ধরেছি। রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে।’
বাংলাদেশে রোহিঙ্গারা আসছে কেন, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়াদাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।’