ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর মোহাম্মদপুরে মহানবী(স.)অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারীদের বাধা দিতে গিয়ে গনপিটুনিতে মোহাম্মদপুর থানার থানার ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ২ পুলিশ হলেন- মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর। তারা আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা ঢাকা উদ্যান এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন মুসল্লিরা। এ সময় ওসি আবুল কালাম আজাদ ও এএসআই জাহাঙ্গীর তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করলে বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হন এবং তাদের কিল-ঘুষি দিয়ে আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এডিসি জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।