ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শ্রীলঙ্কার পলাতক সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে এবার সিঙ্গাপুর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন। কাল বৃহস্পতিবার তিনি থাইল্যান্ডে পৌঁছাতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকশে। এর এক দিন পর রাজাপক্ষে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর চলে যান।
সেখানে তাঁকে ১৪ দিন অবস্থানের অনুমতি দিয়ে ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর পাসের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। ১১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া অস্থায়ীভাবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন। এর আগে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপক্ষে। ১৫ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর গত ২০ জুলাই পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বলেছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশে ফেরার সঠিক সময় নয় এখন। তাতে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারে।