DMCA.com Protection Status
title=""

বিএনপির অনেকেই হাসিনা সরকার ও তার গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করছেঃ গয়েস্বর রায়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির অনেক নেতা মিডনাইট হাসিনা সরকার এবং তার গোয়েন্দা সংস্থার সাথে গোপনে বৈঠক করছে। তবে তা প্রমাণের সুযোগ নেই; এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছিল। পরে বেগম জিয়ার মুক্তি ছাড়াই ভোটে যাওয়ায় জনমনে ব্যপক সংশয় সৃষ্টি হয়েছে। আগামীতে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে যে সংশয় তা কাটানোর দায়িত্ব শীর্ষ নেতাদের।

আন্দোলন-কর্মসূচির মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির এ জেষ্ঠ্য নেতা। আন্দোলনের জন্য আন্তরিকতার প্রয়োজন রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

Share this post

error: Content is protected !!