DMCA.com Protection Status
title=""

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহন মূলক প্রত্যাশা করে জাপান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন প্রচেষ্টা চালিয়ে যাবে বলে প্রত্যাশা জাপানের।

গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, তাই আলোচনা করেছি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি জানান, ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। আশাকরি এই যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
বর্তমান ব্যবস্থার মধ্যে একটি বড় দল নির্বাচন বয়কটের কথা বলছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে ইতো নাওকি বলেন, এখনো এক বছর তিন চার মাস সময় আছে। সরকার ও বিশেষ করে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রতি প্রত্যাশা থাকবে- আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও  অংশগ্রহণমূলক করার জন্য প্রচেষ্টা নেবে। আমরা আশাকরি, আগামীতে একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশাবাদ ও প্রত্যাশা।

Share this post

error: Content is protected !!