ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজাকে সামনে রেখে অশুভ চক্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে বার্তা দিতে চাইছে যে, কাজটা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। এই অশুভ চক্রের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকালে রাজধানীর রামকৃষ্ণ মঠে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালান, তারা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত। তিনি বলেন, ‘পূজা কমিটি আমাদের বলেছে, সাম্প্রদায়িক হামলার বিচার হয় না। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছেন। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছেন। কাজেই যারা হিন্দুদের মন্দির, বাড়িঘর, মণ্ডপে হামলা করে, যে পরিচয়ই হোক, এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদেরকে বিচারের সম্মুখীন করতেই হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে দিন। সংলাপ করছেন, করুন। আমি বলব, রাজনীতি আমরা করব, কিন্তু দুর্গোৎসব নিয়ে কোনো রাজনীতি নেই।’
ওবায়দুল কাদেরের ভাষ্য, এবার এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে।