DMCA.com Protection Status
title="শোকাহত

গাইবান্ধার ঘটনায় প্রমান হলো নির্বাচন কমিশনই সর্বেসর্বাঃ হাছান মাহমুদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন মিডনাইট হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় প্রমাণ হয়েছে কমিশনের সিদ্ধান্তই সবার ঊর্ধ্বে।”

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশনই সর্বেসর্বা,  তাদের সিদ্ধান্তই সবার ওপরে। এই সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে, বিএনপিসহ তারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এর কোনো যৌক্তিকতা নেই।”

তথ্যমন্ত্রী  বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে, নির্বাচনে সবসময় নির্বাচন কমিশনের অধীনেই হয়। সরকারের সেখানে ভূমিকা নেই। সরকার শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে।”

তথ্যমন্ত্রী বলেন, “বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোতে আমি যেটা দেখেছি, সেখান থেকে মনে হচ্ছে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সেখানকার ভোটাররা ও সাধারণ জনগণ তাদের (নির্বাচন কমিশনের) এ সিদ্ধান্তে হতবাক হয়েছে।”

তিনি বলেন, “কারণ নির্বাচনী এলাকার কোনো জায়গায় কোনো ধরনের গণ্ডগোল হয়নি। কোনো অভিযোগ নাই। এছাড়া কোনো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারেরও কোনো অভিযোগ ছিল না। বিন্দুমাত্র সহিংসতার ঘটনা ঘটেনি।”

 

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন ৫০০ কিলোমিটার দূরে বসে সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে। এখন সে ক্যামেরার রেজ্যুলেশন, ইন্টারনেট কানেক্টিভিটি কেমন ছিল সেটি একটি বড় প্রশ্ন। সেটি একটি দুর্গম এলাকা। এখান থেকে ফুটেজ দেখে.. সেটি আসলে কতটুকু স্বচ্ছ বা সঠিক ফুটেজ দিচ্ছিল দ্যাটস অ্যা বিগ কোশ্চেন।”

তথ্যমন্ত্রী বলেন, “আমার কাছে প্রিজাইডিং অফিসারের লিখিত রিপোর্ট আছে, ৯৮টি কেন্দ্রের ভোট সুষ্ঠু হয়েছে, কোনো গণ্ডগোল হয়নি এবং রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট বন্ধ করা হয়েছে। হু ইজ অন দ্য গ্রাউন্ড।”

তিনি বলেন, “যে ভোট অবাধ ও সুষ্ঠুভাবে হচ্ছিল, সেটিকে ৫০০ কিলোমিটার দূরে বসে সিসিটিভি দেখে যখন বন্ধ করা হলো, তখন মানুষ শুধু হতবাকই হয়নি, মানুষ বলছে এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধও হয়েছে।”

তিনি আরও বলেন, “সেখানে আমাদের প্রার্থী এর প্রতিবাদ জানিয়েছেন।”

হাছান মাহমুদ বলেন, “গাইবান্ধার অজপাড়াগাঁয়ের সিসিটিভি ক্যামেরা কতটুকু রেজ্যুলেশন দিল তা আমার প্রশ্ন। মানুষ বলছে, তারা এ সিদ্ধান্তের ফলে নিজেদের বিতর্কিত করেছেন। আমাদের প্রার্থী যেটা বলেছে সেই ৫৩ কেন্দ্রের ভোট স্থগিত হতে পারতো।”

Share this post

scroll to top
error: Content is protected !!