ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 'পুলিশের গুলিতে' ছাত্রদল নেতা নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে মামলার আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার এজহারে আসামিদের মধ্যে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান ও বিকিরণ চাকমা এবং কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম। পুলিশের বাকি ১০ আসামি অজ্ঞাত।
এর আগে গত ১৯শে নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সাথে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।
বিএনপি সমর্থিত আইনজীবী আরিফুল হক মাসুদ জানান, নয়নের বাবা বাদী হয়ে মামলার আবেদন করেছেন।
বিচারক শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।