DMCA.com Protection Status
title="শোকাহত

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুতে এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 'পুলিশের গুলিতে' ছাত্রদল নেতা নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

আজ বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে মামলার আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজহারে আসামিদের মধ্যে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান ও বিকিরণ চাকমা এবং কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম। পুলিশের বাকি ১০ আসামি অজ্ঞাত।

এর আগে গত ১৯শে নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সাথে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

বিএনপি সমর্থিত আইনজীবী আরিফুল হক মাসুদ জানান, নয়নের বাবা বাদী হয়ে মামলার আবেদন করেছেন।

বিচারক শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
 

Share this post

scroll to top
error: Content is protected !!