DMCA.com Protection Status
title=""

বছরে ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানির ব্যবস্থা নেবে হাসিনা সরকারঃহাছান মাহমুদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের লিখিত আবেদন পেলে ভারতীয় সিনেমা আমদানি ও দেশের হলগুলোতে তা প্রদর্শন করা সম্ভব। লিখিত আবেদন পেলে বছরে ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানির ব্যবস্থা নেবে মিডনাইট হাসিনা সরকার। আজ সোমবার দুপুরে সিনেমা হল মালিকদের সঙ্গে মতবিনিময় করে এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান মাহমুদ বলেন, ‘যদি চলচ্চিত্র প্রদর্শক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি—এই চার সমিতি লিখিত আবেদন দেয়, তাহলে আমরা বিষয়টা নিয়ে উদ্যোগ নেব। সবাইকে লিখিত দিতে হবে। কারণ, অতীতে দেখা গেছে, বেশির ভাগ সমিতি চাইছে কিন্তু শিল্পী সমিতি চায় না।’

এই সময় হাছান মাহমুদ আরও বলেন, ‘যে চলচ্চিত্রশিল্পের যাত্রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল, সেই চলচ্চিত্রের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। তার অন্যতম বড় পদক্ষেপ হচ্ছে এক হাজার কোটি টাকার স্বল্প সুদে ঋণ তহবিল। সেটির জন্য ৫০–এর অধিক দরখাস্ত পড়েছে। আমরা আশা করছি, সেগুলোর তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এবং আরও দরখাস্তকারী উৎসাহী আছেন।’

Share this post

scroll to top
error: Content is protected !!