ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিশ্বব্যাপী গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছেন। ভারতে অনেক রাজনৈতিক নেতার ফোনে এমনকি তার ফোনেও আড়িপাতা হয় উল্লেখ করে তিনি বলেছেন, আমাকে গোয়েন্দা কর্মকর্তারা ফোন করে বলেছিলেন- আপনি ফোনে যা বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। কারণ, আমরা আলাপচারিতা রেকর্ড করছি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে 'ভারত জোড়ো যাত্রা' প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ কারণে তিনি ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন।
রাহুল গান্ধী বলেছেন, ভারতে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। তবু এ বিষয়ে বিরোধী নেতারা নীরব। কারণ, তারা নজরদারিতে রয়েছেন।
বিজেপি সরকারের কিছু ভালো দিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নরেন্দ্র মোদি ভারতের স্থাপত্যকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি যে দু-তিনটি ভালো কাজ করছেন তা নিয়ে আমার মাথা ঘামাই না। কারণ, তিনি আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছেন।