DMCA.com Protection Status
title="শোকাহত

সাংবিধানিক পন্থায় আগামী নির্বাচন হবে,কেয়ারটেকার সরকার থাকবে নাঃআনিসুল হক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মিডনাইট হাসিনা সরকারের  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে, নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না। নির্বাচন করবে নির্বাচন করবে কমিশন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। 

শনিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, এক সময় নির্বাচনের আগে তিন মাসের জন্য কেয়ারটেকার সরকার হতো। ওই কেয়ারটেকার সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা হলে হাইকোর্ট রায় দেয় কেয়ারটেকার সরকারের কোন বৈধতা নাই, এটা বেআইনি। পরবর্তীতে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও কেয়ারটেকার সরকারকে অবৈধ বলে রায় দেয়। সংসদে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে ‘৭২-এর সংবিধান মোতাবেক নির্বাচন এবং বাংলাদেশ চলবে এটাই সিদ্ধান্ত হয়। এখন সেই মোতাবেকই বাংলাদেশ চলছে। আগামী নির্বাচন সেই অনুযায়ী হবে। 

দেশে আইনের শাসন নেই বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে আনিসুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারসহ হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার করতে পারবে না বলে আইন পাশ করেছিল খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। আমাদের সময়ে আইনে যা আছে জনগণকে তা পালন করতে হয়। এখন দেশে আইনের শাসন আছে। হত্যার বিচার হয় না এমন কথা কেউ এখন বলতে পারবে না। বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারেনি। তাদের মুখে আবার আইনের শাসনের কথা। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী লিটন খাদেম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাজিম, আব্দুল মমিন বাবুল, আখাউড়া উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান নান্নু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!