ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী ২৫ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিব্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল- বিএনপি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারী করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোন সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী (২৯ জন) নেতৃবৃন্দকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সাক্ষরিত এই বহিস্কারাদেশ বর্ননা নীচে দেয়া হলো।
নিন্মে দল থেকে আজীবন বহিস্কৃত নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হলো—
(১) হাসান আজমল ভূঁইয়া, আহ্বায়ক, সদর মেট্রো থানা বিএনপি (২৮ নং ওয়ার্ড)
(২) হান্নান মিয়া হান্নু, সাবেক আহ্বায়ক, সদর মেট্রো থানা বিএনপি (২৬ নং ওয়ার্ড)
(৩) মোছলেম উদ্দিন মুসা চৌধুরী, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি (১৭ নং ওয়ার্ড)
(৪) সফিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি (৩৭ নং ওয়ার্ড)
(৫) ফয়সাল সরকার, আহ্বায়ক, গাজীপুর মহানগর শ্রমিকদল (১৭ নং ওয়ার্ড)
(৬) এ্যাড. নজরুল ইসলাম বিকি, সদস্য সচিব, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪০ নং ওয়ার্ড)
(৭) সুলতান উদ্দিন চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪২ নং ওয়ার্ড)
(৮) মজিবর সরকার, সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি (২৫ নং ওয়ার্ড)
(৯) মাহবুবুর রশিদ খান শিপু, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৪ নং ওয়ার্ড)
(১০) সবদের আহাম্মদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২২ নং ওয়ার্ড)
(১১) খায়রুল আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯ নং ওয়ার্ড)
(১২) জি এস মনির, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯ নং ওয়ার্ড)
(১৩) শহিদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২১ নং ওয়ার্ড)
(১৪) মোঃ তানভির আহমেদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯ নং ওয়ার্ড)
(১৫) শাহিন আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯ নং ওয়ার্ড)
(১৬) আনোয়ার সরকার, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (৩০ নং ওয়ার্ড)
(১৭) রফিকুল ইসলাম রাতা, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৬ নং ওয়ার্ড)
(১৮) আবুল হাশেম, সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৫৫ নং ওয়ার্ড)
(১৯) সেলিম হোসেন, সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপি (৫৫ নং ওয়ার্ড)
(২০) মোঃ ফারুক হোসেন খান, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৩৫ নং ওয়ার্ড)
(২১) খন্দকার নুরুন্নাহার, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলাদল (২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড)
(২২) কেয়া শারমিন, সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলা দল (৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড)
(২৩) ফিরোজা বেগম, সদস্য, গাজীপুর মহানগর মহিলা দল, (৪৬,৪৭ ও ৪৮ নং ওয়ার্ড)
(২৪) হাসিনা মমতাজ, সিনিয়র সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল (৪৬,৪৭ ও ৪৮ নং ওয়ার্ড)
(২৫) এ্যাড. আলম, সাবেক সভাপতি, ১১ নং ওয়ার্ড বিএনপি (১১ নং ওয়ার্ড)
(২৬) আউয়াল সরকার, সভাপতি, ৩৭ নং ওয়ার্ড বিএনপি (৩৭ নং ওয়ার্ড)
(২৭) মোঃ মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক, গাছা থানা বিএনপি (৩৪ নং ওয়ার্ড)
(২৮) মোবারক হোসেন মিলন, যুব বিষয়ক সম্পাদক, ৪৯ নং ওয়ার্ড বিএনপি (৪৯ নং ওয়ার্ড)
(২৯) ইঞ্জি, মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল (৫১ নং ওয়ার্ড)