DMCA.com Protection Status
title="৭

বিদেশী রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন:হাছান মাহমুদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঢাকা-১৭ আসনে সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বিদেশী রাষ্ট্রদূতদের বিবৃতি দেওয়ার ঘটনা ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিডনাইট হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, '১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এ রকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া; রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন।'

'আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাবো ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য,' বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, 'আমার প্রশ্ন ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে?'

'এগুলো আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদের প্রভোক করে। সুতরাং রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে বা এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি, যারা তাদেরকে প্রভোক করে তারা এ ক্ষেত্রে দায়ী। অবশ্যই কূটনীতির ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণে ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন,' বলেন তিনি।

গণামাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এটি স্পষ্ট, উনারা সহিংসতা করতে চান এবং উনারা সহিংসতা শুরু করেছেন। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশের বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। যারা সহিংসতা সৃষ্টি করবে, আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।'

Share this post

scroll to top
error: Content is protected !!