DMCA.com Protection Status
title=""

এবার নৌকায় ভোট চাইলেন জামালপুর জেলা প্রশাসক ইমরান আহমেদ!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন  জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  চলছে ব্যপক আলোচনা-সমালোচনা।

সোমবার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  ইমরান আহমেদ বলেন, দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না। তাহলে উন্নয়ন অব্যাহত থাকবে।

পৌরসভা চত্বরে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ সময় বক্তব্য দেন।

Share this post

error: Content is protected !!