DMCA.com Protection Status
title=""

সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছেঃমার্কিন দূতাবাস

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বুধবার জাতীয় সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি আইন নিয়ে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংসদে নতুন সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) পাসের বিষয়টি লক্ষ্য করেছে। আমরা মনে করি এটা দুঃখজনক যে, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি।

দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের  ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।

Share this post

scroll to top
error: Content is protected !!