ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ খুলনা জেলার পাইকগাছায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি’র প্রশংসা করে বক্তব্য দিয়ে ব্যপক আলোচনায় এসেছেন পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ৫ মিনিট ৩৬ সেকেন্ডের বক্তব্যের ক্লিপ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, ওসি রফিকুল বলেন, যে স্বপ্ন বাংলাদেশ কখনো দেখতে পারেনি, সে স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। যে স্বপ্নের কথা বাংলাদেশ কখনো ভাবতে পারেনি, যে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা সরকার। বাস্তবে যদি এখন বাংলাদেশকে দেখেন, সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়।’
বক্তব্যে সরকারের পাশাপাশি খুলনা-৬ আসনের এমপি শেখ আকতারুজ্জামান বাবুর ভূয়সী প্রশংসা করেন থানার ওসি। তিনি বলেন, ‘এই পাইকগাছা-কয়রায় কী দুর্দশা ছিল ১৫/২০ বছর আগে। বিবেকের আয়নায় দেখে নেন এই পাইকগাছা কয়রায় আকতারুজ্জামান বাবু কী কী উন্নয়ন কাজ করেছেন।’ অনুষ্ঠানে এমপি বাবুর বিভিন্ন ঘটনা ও বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘উন্নয়ন কী হয়েছে, কী হয়নি- তার বাস্তব উদাহরণ আপনি নিজে। তিনি ব্যক্তিগতভাবে যে পরিমাণ সহযোগিতা করেছেন তা নজিরবিহীন। আগামী দিনের নেতৃত্বে কে আসবে আমি জানি না, তবে দাঁত থাকতে দাতের মর্ম বুঝবেন- এই পরামর্শ দিয়ে গেলাম।’
বক্তব্যে ওসিকে বলতে শোনা যায়, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে কী করেছে, একবার গিয়ে দেখুন পদ্মা সেতু, ফিরে যান বঙ্গবন্ধু টানেল। কোনো কোনো ব্যক্তি বলেছিলেন এসব সম্ভব না, শেখ হাসিনা সেটা বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন
ফিরে যান গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দেখবেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি।’ সার্বিক বিষয় নিয়ে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এগুলো রাজনৈতিক বক্তব্য নয়, যেটা সত্য সেটাই বলেছি। ছাত্রজীবনে বিতর্ক করার অভ্যাস থাকায়, বক্তব্যে সেই টান চলে এসেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রজীবনে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না।’