ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিডনাইট হাসিনা সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ১১তম দফায় ডাকা আজ থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে। সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালিত হবে। রোববার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে একই কর্মসূচি পালন করবে জামায়াত, এলডিপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলো।
এদিকে অবরোধ শুরুর আগেই সোমবার বিকালে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে বাসটি সরিয়ে ফেলে।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবিতে তিন দফায় চারদিন হরতাল ও ১০ দফায় ২০ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।