DMCA.com Protection Status
title=""

সোমবার বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হাসিনা সরকার পতনের একদফা দাবিতে আগামী ১৮ই ডিসেম্বর সোমবার হরতাল ডেকেছে বিএনপি। সোমবার সকাল ৬টা থেকে  সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মকভাবে হরতাল কর্মসূচি পালিত হবে। আজ সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

সারাদেশে পুলিশের হামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতন ও একদলীয় নির্বাচনের প্রতিবাদে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

Share this post

scroll to top
error: Content is protected !!