ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে। কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে পড়বে। কাজেই সরকারের মনোবাসনা পুরণের চেয়ে দেশ বাঁচানো বড় বিষয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য, রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের মুরব্বি তাকে দায়িত্ব নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে জনগণের করের হাজার কোটি টাকা অপচয় করে একটি অর্থহীন নির্বাচনের আয়োজন চালিয়ে যাচ্ছে।’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা-সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনি তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সঙ্কট থেকে বেঁচে যাবে। এরইমধ্যে পাতানো নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ায় একতরফা নির্বাচনি প্রচার কার্যক্রমও শুরু হয়েছে। কিন্তু এতে জনগণের মধ্যে নির্বাচনি চাঞ্চল্যের বদলে অনিশ্চয়তা ও উদ্বেগ দিন দিন বাড়ছে। এর প্রভাব পড়ছে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে।’