DMCA.com Protection Status
title=""

সিলেট মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ারি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আগের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে; রোববার কোতোয়ালি আদালতে প্রেরণ করা হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী  বলেন, “বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে ইমদাদ ও মুমিনকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা নিজেদের বাসা-বাড়িতেও থাকতে পারছেন না পুলিশের জন্য।

দুই নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “এসব করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে।

পুলিশ জানিয়েছে, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে একটি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!