DMCA.com Protection Status
title=""

‘নৌকায় ভোট না দিলে সোজা করে দেবো’

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্‌ নৌকায় ভোট না দিলে সোজা করে দেয়ার হুমকি দিয়েছেন।

গত সোমবার রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এক নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এমন বক্তব্য করেন।

তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ক্লিপে বাদশাহ্‌কে বলতে শোনা যায়, ‘যার মনে যাই থাকুক না কেন, যারা নাচানাচি-গুতাগুতি করুক না কেন, নৌকা মার্কায় বাদশাহ্‌কে ভোট দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। উল্টাপাল্টা দু’একজন করছে, সোজা করে দেবো কিন্তু। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি তাহলে সোজা করে দেবো। এটা মনে রাইখেন। আমি কে আপনারা চিনেন এবং জানেন। আমি বেশি কথা বলবো না।

আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। কীভাবে ভোটকেন্দ্রে যাবেন, কীভাবে ভোট দিবেন এবং আমাকে ৫০% ভোট দিতেই হবে। এই মরিচা-ফিলিপনগরে আমি ভোট চাইতে আসবো না। এখানকার মানুষকে আমাকে নিজ দায়িত্বে ভোট দিতে হবে।’

এ বিষয়ে সরওয়ার জাহান বাদশাহ্‌র বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি

Share this post

error: Content is protected !!