DMCA.com Protection Status
title="৭

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে আবারও রিট

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে পুনরায় তফসিল ঘোষণা ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনের দাবিতে আবারও রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজনৈতিক দল ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করে। দলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিব্বির আহমেদ এ রিট দায়ের করেন।

রিটে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল ঘোষণা চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

৬ ডিসেম্বর হাইকোর্টে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত এই রিট দায়ের করেন।

সেদিন রিটের পক্ষের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এরপর মঙ্গলবার এ বিষয়ে আবারও রিট দায়ের করা হলো।

চলতি বছরের ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পায় ইনসানিয়াত বিপ্লব। দলটির নির্বাচনী প্রতীক আপেল।

Share this post

scroll to top
error: Content is protected !!