ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী ৭ই জানুয়ারির নির্বাচন বাতিল, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এ সময় তারা আদালত বর্জনের সমর্থনে ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ১-৭ই জানুয়ারি সারা দেশে আদালত বর্জনের অংশ হিসেবে তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।