DMCA.com Protection Status
title="৭

বেনাপোল এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা: ফায়ার সার্ভিস

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে আগুন নির্বাপণের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাহিনীটির পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বেনাপোল থেকে কমলাপুরগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ৪টি বগিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ৯টা ৫ মিনিটে সংবাদ পাওয়ার পর ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।

এরপর ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা ১০ মিনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে হতাহতের সঠিক সংখ্যা বলা যাবে। উদ্ধার কার্যক্রম শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। তদন্ত শেষে আসলে সঠিক কারণ বলা যাবে।
তাজুল ইসলাম বলেন, যারা দগ্ধ হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতের সংখ্যা এখনো যানা যায়নি। এখন পর্যন্ত নিখোঁজ কারো খোঁজে কেঊ আসেনি।
তদন্ত কমিটি গঠন

এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
   
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি জানান। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!