ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সদ্য সমাপ্ত চরম বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন এবং শপথ নেয়া নিয়ে এক নতুন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় বিরোধী দল বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা পেলেও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের আসনে বসতে রাজি নন।
জানা যায়, একাধিক প্রার্থী গনমাধ্যমকে বলেন, ‘সংসদে তারা আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চান। তারা তো আওয়ামী লীগই। বিরোধী দলের আসনে তারা কেনো ও কিভাবে বসবেন?’
তবে, আইন বিশেষজ্ঞদের মতে, স্বতন্ত্র প্রার্থীরা যদি সংসদে সরকারি দল আওয়ামী লীগে যোগ দিয়ে সরকারি দলের আসনেই বসতে চান, তাদের জন্য সেই সুযোগও আছে। তারা সরকারি দলে যোগ দিলেও তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে না।
তবে স্বতন্ত্র প্রার্থীদের এমন ইচ্ছা পোষণের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, আইনে কী আছে, জটিলতা কোথায় আছে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।