DMCA.com Protection Status
title="৭

ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় পিতার জানাজায় ছাত্রদল নেতা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবাকে শেষ বিদায় জানালো মির্জাগঞ্জে ছাত্রদল নেতা মো. নাজমুল হোসেন মৃধা। গতকাল বিকালে প্যারোলে মুক্তি পেয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে উপজেলার সুবিদখালী রই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাবার জানাজার নামাজে অংশ নেন তিনি। তার বাবা মো. মোতালেব মৃধা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেবাচিমে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। নাজমুল মৃধা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। জানাজা শেষে তাকে আবার পটুয়াখালী জেলা কারাগারে  পাঠায় পুলিশ। তার বাবা উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মোতালেব মৃধাকে দাফন দেয়া হয়।
 
নাজমুলের বড় ভাই মো. রাসেল মৃধা জানান, গত ২০শে ডিসেম্বর নাজমুলকে উপজেলার সুবিদখালী এলাকা থেকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। বাবার জানাজায় অংশ নিতে এবং শেষ দেখার জন্য বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডাণ্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

রাসেল মৃধা বলেন, আমার ভাই ছাত্রদলের রাজনীতি করার অপরাধে পায়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো, এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের কী হতে পারে? ভাই আমার বাবার কবরে মাটিও দিয়ে যেতে পারলো না।

প্যারোলের সময় শেষ হয়ে যাওয়ায় শুধু ভাইয়ের জন্য ছোট পরিসরে একটি জানাজা নামাজের আয়োজন করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান,  বাবার মৃত্যুতে তাকে পাঁচ ঘণ্টার জামিন দিয়েছে আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডাণ্ডাবেড়ি খোলা হয়নি। জানাজা শেষে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!