DMCA.com Protection Status
title="৭

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উত্তরার কালো পতাকা মিছিল থেকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। তবে থানার ওসি মো. আবুল হাসান বেলা পৌনে ৩টার দিকে সমকালকে বলেন, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করা হয়নি।’

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। পুলিশ বলছে, মিছিলের অনুমতি নেই।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ ‘কালো পতাকা’ মিছিল করছে বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি পালন করছে।

Share this post

scroll to top
error: Content is protected !!