DMCA.com Protection Status
title=""

বিএনপি নেতা কাইয়ুমকে দেশে ফেরত না পাঠাতে সম্মত মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত না পাঠাতে মালয়েশিয়ার আদালত যে রায় দিয়েছেন তা মেনে নিতে সম্মত হয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ নিয়ে বুধবার বিকেলে ইমিগ্রেশন বিভাগের আইনি প্রতিনিধি ডেপুটি পাবলিক প্রসিকিউটর নর আমালিনা ইসমাইলের দেওয়া অঙ্গীকার রেকর্ড করেছেন কুয়ালালামপুর হাইকোর্ট।

কাইয়ুমের আইনজীবী এডমান্ড বন ওই অঙ্গীকার রেকর্ডের আবেদন জানিয়েছিলেন। তিনি বিচারককে মুনিয়ান্ডিকে জানান যে, গত মঙ্গলবার রাতে কাইয়ুমের পরিবার তাকে ফেরত পাঠানোর আদেশ সম্পর্কে ইমিগ্রেশন বিভাগ থেকে একটি চিঠি পেয়েছে, যা গত ২৪ জানুয়ারি লেখা হয়েছিল। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর এই আদেশ গত ১৮ জানুয়ারি হাইকোর্টের দেওয়া একটি পূর্ববর্তী রায়কে লঙ্ঘন করে। ওই রায়ে ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে থাকা কাইয়ুমকে দেশে ফিরতে বাধ্য করার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।

বন আরও বলেন, ইমিগ্রেশন বিভাগের এই আদেশ আদালত অবমাননার শামিল।

এর আগে মালয়েশিয়ার পুলিশ ও বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) যৌথ অভিযানে গত ১২ জানুয়ারি আমপাংয়ে তার বাসভবন থেকে গ্রেপ্তার হন কাইয়ুম।

Share this post

scroll to top
error: Content is protected !!