DMCA.com Protection Status
title="৭

চিরনিদ্রায় আহমেদ রুবেল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সারা দেশে আজই মুক্তি পাচ্ছে আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি। কথা ছিল আজ দিনভর হলে হলে ব্যস্ত থাকবেন তিনি। অথচ সেটা হলো না। উল্টো একদিন আগেই চিরনিদ্রায় শায়িত হলেন এ অভিনেতা। জীবন কতোটা ঠুনকো সেটাও বুঝিয়ে গেলেন আকস্মিক মৃতুতে। গতকাল বাদ আসর গাজীপুরের উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে দাফন সম্পন্ন হয়েছে এ গুণী মানুষটির। এর আগে গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আহমেদ রুবেল। এদিন সকাল সাড়ে ১০টায় শিল্পকলা প্রাঙ্গণে আনা হয় তার মরদেহ। গুণী এই অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী, শুভাকঙ্ক্ষী ও ভক্তরা।  ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে সকালে শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ।

গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে একে একে প্রত্যেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা। এ ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেয়। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী। এদিকে শিল্পকলা থেকে আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানানো হয় চ্যানেল আই প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই অনুষ্ঠিত হয় অভিনেতার জানাজা। এরপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানেই শায়িত হন আহমেদ রুবেল। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে ভেন্যুতে এসেছিলেন আহমেদ রুবেল। লিফটে ওঠার আগেই হুট করে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!