ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার নানা সময় যৌথভাবে অপচেষ্টা চালিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তিনি বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেয়া নতুন কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। আজ বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে গয়েশ্বর রায় বলেন, একদিকে ভারতের সীমান্তে হত্যা অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারের মুখে। ব্যর্থতা দূরে রাখতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর। তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সকল খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে।
বিএনপি আন্দোলন থেকে সরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, আন্দোলনের গতিবিধি এক থাকে না। বিভিন্ন সময় আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তন হয়।
বিএনপির আন্দোলন চলমান আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরো স্পষ্ট হবে বলেও জানান গয়েশ্বর।