DMCA.com Protection Status
title="৭

জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মিউনিখ সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রওনা হবেন। এই সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে। আমরা চাই পৃথিবীতে শান্তি ও স্থিতি বিরাজ করুক। জেলেনস্কি দেখা করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। সেখানে যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও প্রশ্নই আসে না। রাশিয়া আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি চট্টগ্রাম বন্দরে মাইন অপারেশন করার সময়ে রাশিয়ার একজন নাগরিকও মৃত্যুবরণ করেছে। সুতরাং রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময়ে যে বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, সেই বন্ধন অনেক দৃঢ়।’

উল্লেখ্য, এর আগে দুই শীর্ষ নেতার মধ্যে টেলিফোনে আলাপ হলেও এই প্রথমবারের মতো তাদের মধ্যে বৈঠক হচ্ছে।

Share this post

error: Content is protected !!