ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কারাগার থেকে মুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভালো আছি। ভালো থাকতে হবে। তিনি বলেন, ‘দেশের মানুষের ক্ষমতা দখল করে বিগত নির্বাচনে তারা (সরকার) পরাজিত হয়েছে। বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল অটুট আছে, শক্ত আছে।’
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তারা দুজনেই পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম গ্রেফতারের ১০৯ দিন এবং আমির খসরু মাহমুদ ১০৫ দিন পর কারামুক্ত হলেন।
সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে প্রস্তাব পাওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘তাদের প্রস্তাব সম্পর্কে তারা বলতে পারবে। আমি কোনও প্রস্তাব সম্পর্কে কিছু জানি না। সবচেয়ে বড় কথা— মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন করেছে। নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে।’