DMCA.com Protection Status
title="৭

হাসপাতালে মুস্তাফিজুর, যা বললেন বিসিবির চিকিৎসক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। এতে করে কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা।

কুমিল্লা জানিয়েছে, মুস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে না তাকে।

জানা গেছে, অনুশীলনে ক্যারিবীয় ক্রিকেটার ম্যাথু ফোর্ডের করা স্ট্রেইট ড্রাইভ সরাসরি আঘাত হানে ফিজের মাথার পেছনে। সঙ্গে মাঠে বসে পড়েন ফিজ। এসময় রক্ত পড়তে দেখা যায়। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লার টিম ফিজিও জাহিদুল ইসলাম বলেন, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে পাঁচটি সেলাই লাগানো হয়েছে।’

তবে মুস্তাফিজুরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ফিজের কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) নিয়ে দুশ্চিন্তায় তিনি।

দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যকে বলেন, ‘মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, তাই সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

মাথায় এমন চোটের পর মুস্তাফিজ বিপিএল খেলতে পারবেন তো? এমন প্রশ্নে দেবাশিষ চৌধুরী জানান, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট…এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা। যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

Share this post

scroll to top
error: Content is protected !!