ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে লাগা আগুনে কাঠ-বাঁশ ও টিনের তৈরি অন্তত ১২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করেছে।
গতকাল সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবরে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরই পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নোট রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করা হবে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে মিরপুর-১৪ নম্বর বাগানবাড়ী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তির ৩০টি ঘর পুড়ে যায়।