DMCA.com Protection Status
title=""

কারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার বিকেলে নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় ফুলের মালা গলায় দিয়ে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের এ কর্মসূচি ঘিরে দুপুরের পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে সদ্য কারামুক্ত নেতাদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নেতারা, তাদের নিয়ে মিছিল করেন।

মিছিলটি নয়াপল্টন, কাকরাইল নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।

মিছিলে সদ্য কারামুক্ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর বাবুসহ অনেকে।

Share this post

error: Content is protected !!