ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। কারাগারে মৃত্যুবরণ করা বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সাথে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাক্ষাৎ করেন মঈন খান। পরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ছিল ডামি। এটি বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে একদলীয় শাসন ও বাকশাল কায়েম হয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সরকার দেশে অলিখিত একনায়কতন্ত্র কায়েম করেছে।
এ সময়, সবাইকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ও জানান ড. মঈন খান।
তিনি অভিযোগ করেন, পাকিস্তান আমলের ২২ পরিবারের মতো, দেশে ২২০টি লুটেরা পরিবার সৃষ্টি হয়েছে। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে।