ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ৫০ জন নিহত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে।
আগুন লাগার পর ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত ১২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালের পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেখানে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। ওই ভবনে আটকেপড়া মানুষদের ফায়ার সার্ভিস সদস্যরা নামিয়ে আনার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেন।