DMCA.com Protection Status
title="শোকাহত

রাকিবকে সভাপতি নাসিরকে সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দনী নাসিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে বিএনপি। শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির অন্যান্য সদস্যরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহসভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মোহা. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

এতে আরও জানানো হয়, ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন মাসুম বিল্লাহ, সিনিয়র সহসভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহসভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।

সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২০০৭-০৮ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে দুজনই ভিন্ন ভিন্ন বিষয় মাস্টার্স করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!